নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব নাক ঘামতো আমার
পাড়াতো খালা-ফুপু, বোন ও দিদিরা টেনে দিয়ে বলতো:
দেখিস, বউ খুব আদর করবে তোকে!
বুড়িগঙ্গার লাশ বেশ আগেভাগেই পেঁচিয়ে নিয়েছে
আমাদের সুদিনকে। আমাদের আদরের দিনগুলো
আজকাল তার মমিকেই পরমায়ু দিচ্ছে
শৈশবে এতো দস্যিপনা করেও পিঁপড়েদের নাক দেখতে পাইনি
বরং ঈর্ষা করেছি: ওদের ঘ্রাণ শক্তিকে।
দেথেছি: মাঠে মাঠে, গাছে, দেয়ালে দেয়ালে
ডিম মুখে দিগ্বিদিক ছুটে যাচ্ছে পিঁপড়ের দঙ্গল।
লাখে লাখে লাল পিঁপড়ে, কালো পিঁপড়ে, ডাই পিঁপড়ে
আজকাল অামাকেই হিংসা করে। আবহাওয়া অফিস ওরা,
ইদানিং আমার পেছনে পড়ে থাকে; ওদের আগেই টের পাই
লাগাতার বর্ষা হবে, ঝড় হবে, বন্যা এসে ধুয়ে-মুছে নিয়ে যাবে
আপাত মাণিক্য-রত্ন, প্রকৃত প্রস্তাবে খড়কুটো
অতিশয় গন্ধ-সংবেদী নাক, পিঁপড়েদেরও পিছু ফেলে দিলো!
©somewhere in net ltd.