নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিদ্রা ও মৃত্যুর ভেতর দিয়ে বিরতিবিহীন হেঁটে যেতে হয় ; মাঝে মাঝে মেঘনাদ, বিদ্যুৎ চমকায়; পথের কিছুটা চিত্র ক্ষণপ্রভা তুলে ধরে, অন্ধপ্রায় দৃষ্টির আকাঙ্ক্ষার কাছে: ওপারে সামান্য জাগরণ, ওইপারে পৌঁছে গেলে হয়তো জীবন। কিন্তু পথ রাত্রি-লালায় ভেজা, খুব ঘন সরীসৃপ; কিলবিল সাপ খোলস ছাড়ায়, শিকারে ঝাঁপিয়ে পড়ে, কেউ কেউ মৈথুন-মাতাল; আমাদের বেখেয়ালি পা যদি সর্পকর্মে বিঘ্ন সৃষ্টি করে___ নিশ্চিত দংশন। তখন রশিও নেই, গামছা নেই, নিজের শরীর থেকে মাপ মতো চামড়া খুলে, ক্ষতস্থান বেঁধে নিতে হয়, তারপর সময়ের অপচয় পুষিয়ে পুষিয়ে ছুটে চলা। প্রত্যেকের জন্য পথ সুনির্দিষ্ট, দূরত্বের পরিমাপ: পূর্বনির্ধারিত। গন্তব্যে পৌঁছার আগে, দিনের আলোকরেখা ডিমের কুসুমে সুপ্ত, শুধু সম্ভাবনা। জাগরণ প্রস্তাবিত, গন্তব্য সফল হলে ডিমের পাথর-খোসা ভাঙতে হবে, বুঝলে? মৃত্যুঞ্জয়! তারপর দুপায়ে দাঁড়িয়ে পড়া, অর্থাৎ__ সম্ভাব্য জীবন।
©somewhere in net ltd.