নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে-মুদ্রাটি খুঁজে আমি বার বার ছুটে গেছি নদীর বঙ্কিমে,
বহুদিন আগেকার, সে বড় অচল মুদ্রা;
মানুষের লেনদেনে, যোগাযোগে, তার কোনও ভূমিকাই নেই!
কোথাও যাবার আগে, শেষবার, কেউ একজন বলেছিলো:
'এই নাও, কাল্পনিক স্বর্ণমুদ্রা, এ আমার কাজে লাগবে না!'
-- 'রেখে দাও, এই মুদ্রা চূড়ান্ত পাথেয়; যখন সময় আসে,
এ মুদ্রাই কার্যকর। এর কোনও বিকল্প তো জন্মেনি জগতে!'
এভাবে আশ্বস্ত করে, সে-অমূল্য, তারই হাতে গচ্ছিত করেছি।
যাবার সংকেত পেয়ে, বহু নদী বাঁক নিলো অসমুদ্রে, দিগন্তের দিকে।
বিস্মৃত অনেক স্বপ্ন, আমাদেরই, ঘুম হয়ে শুয়ে আছে
সেই তুচ্ছ মুদ্রার ভেতরে। কে যেন বোঝেনি তার রহস্য-সংকেত,
কে যেন বিজনে ধাতু-নিক্ষেপের আনন্দ নিয়েছে; তারপর
ভুলে গ্যাছে ক্রয়সক্ষমতাহীন মুদ্রাটির কথা; আমি সেই 'তাকে'
আর মুদ্রাটিকে পথে পথে খুঁজি; আর ক্রমশ পাগল হয়ে উঠি...
©somewhere in net ltd.