নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাউকেই আর বিশ্বাস করা যাচ্ছে না
বনমালি যে-বছর চোখেমুখে গোলাপের প্রতিশ্রুতি ফোটালো
সে-বছরই বাগানময় আগাছা
'আসিতেছে, আলো ঝলমলে রূপালি পর্দায়!'___
শুনতে শুনতে মোহাবিষ্ট আমরা, প্রেক্ষাগৃহে
ঢুকলাম ঠিকই, কিন্তু ফিরতে হলো অন্ধকার মুখে
কোনও আশ্বাসই, এমনকি, জোনাক-বাতিও দেখাতে পারছে না
একুশ শতকের শিশুরা একুশ পেরিয়েও শিশুই থেকে যাচ্ছে
প্রতিটি বিধ্বস্ত বিমানে বারবার প্রাণ হারাচ্ছে ম্যাকিয়েভেলি
আরেকটি তত্ত্বের খোঁজে পাঠাগারে ধ্যানমগ্ন মার্ক্স বৃদ্ধ হয়ে যাচ্ছেন
©somewhere in net ltd.