নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় কাঙাল পাখি, পথে পথে কার যেন করুণা প্রার্থনা ক'রে
ব'সে থাকে এক রৌদ্র, এক অন্ধকার; তারপর গাণ্ডীবের ছিলা
থেকে ছুটে যায় সম্মুখে আবার। সেই তিররেখাপথে, আমাদের
জীবনের গল্পগুলো বাসি হতে হতে অতীতের খাদ্য হয়ে যায়।
করুণা চাওয়ার সেই ক্ষণগুলো গণনায় তুলে, তৈরি করেছি
যাকে, তার নাম: করুণ-পঞ্জিকা; তার কোনও পৃষ্ঠাতেই
তোমার স্বাক্ষর নেই। পলাতকা, বহুকাল গড়হাজির থেকে,
স্মৃতির প্রান্তর আরও রাত্রিঘন ক'রে, নিসর্গ-রুধির হয়ে
আছো! কোথাও দিগন্তে সেই হাহাকার অনর্গল বাজে।
©somewhere in net ltd.