নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন আছো, জানি না। জানতে দাওনি তুমি।
এখনও জানি না, তোমার বাহুদুটোয় পৌঁছাতে
কী ধরণের রোডম্যাপ ও মানচিত্রের প্রয়োজন।
তোমার রঞ্জনিঋদ্ধ ঠোঁট কোন রং ভালোবেসেছে
জানি না তাও; এখনও রক্তের রং লাল; এবং জানি,
ফিলিস্তিনে, আক্রান্ত শিশুদের স্মরণে, সেটাই
তোমারও বেছে নেয়া উচিৎ। এতো মৃত্যু, দেশে দেশে
এতো রাজনৈতিক বিপর্যয় পেরিয়ে, আজও আমি
যেতে চাই কেবল তোমার দিকেই। দিনের দৃষ্টি, আর
রাত্রির অন্ধত্বের কসম: আমার জখমগুলো থেকে
ফোঁটায় ফোঁটায় ঝরে-পড়া প্রতিটি রক্তবিন্দু
জন্ম দেবে অজস্র বর্ণিল পুষ্পাদি, লালসা-রাষ্ট্রের
খোলস ফুঁড়ে আজ যদি ঝর্না ছোটায় প্রেম, এবং
অাজ যদি তোমার বাহুদুটি প্রসারিত হয় আমাতে।
©somewhere in net ltd.
১| ২৭ শে জুলাই, ২০১৪ সকাল ১০:০৯
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: দারুন।