নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'পৃথিবী কমলালেবুর মতো।'
মাষ্টার মশায়ের মুখে প্রথম যেদিন শুনলাম,
যা বোঝার বুঝে নিয়েছিলাম।
পৃথিবীটা গোল আর দুপাশে চাপা নয়__
তার বাইরেরটা আবরণ, ভেতরটা ভঙ্গুর
এবং সিংহভাগই তরল;
যদি কমলালেবুকে চেপো, আমাকে চেপো,
সেই একই ফল পাবে তুমি;
পৃথিবীর মেজাজও ঠিক এমনটাই: বাইরে শক্ত আবরণ,
ভেতরটা রসালো এবং ভঙ্গুর।
©somewhere in net ltd.
১| ২৩ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৫২
দৃষ্টিসীমানা বলেছেন: সুন্দর ভাবনাধারা আপনার । ভাল থাকুন সব সময় ।