নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাখিরা পছন্দ করে: শস্যের শালদুধ। কাকতাড়ুয়া বসাও
আর টিনের একটা বাক্সকে লাঠি পেটা করতে করতে
গগণবিদারী আওয়াজ তোলো; কিছুই আসবে-যাবে না ওদের
ফসলের মাঠে, শস্যগুলোতে দুধ জমলে, কোনও দিকেই
তাকানোর সময় নেই পাখিদের। এইসব কথাবার্তার মধ্যে
যিনি এসে হাত ধরলেন আমাদের আর নিয়ে যেতে লাগলেন
পাহাড়-চূড়ায়, জানতাম, বড়ই ধূর্ত তিনি; শীর্ষ থেকে এক ধাক্কায়
ফেলে দেবেন সমতলে। জেনে-শুনেই, স্বেচ্ছায়,
আমরা সঙ্গী হলাম তার এবং তিনি সেটাই করলেন
যেটা ছিলো আমাদেরই পূর্ব-অনুমান; জানি,
আবারও কেউ না কেউ আসবে। তার সাথেও
আমরা পাহাড়েই যাবো, জেনে-শুনে, স্বেচ্ছায়
২| ০৪ ঠা আগস্ট, ২০১৪ সকাল ১১:০১
সেলিম আনোয়ার বলেছেন: আমি বলবো মানুষ মাত্রই ভুল করে। এটাই কবিতার সরমর্ম ।
৩| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ৯:৫৫
কান্ডারি অথর্ব বলেছেন:
কোনও দিকেই
তাকানোর সময় নেই পাখিদের।
৪| ০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১০:১৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অসাধারণ!
©somewhere in net ltd.
১| ০৪ ঠা আগস্ট, ২০১৪ সকাল ১০:১৮
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আত্মঘাতী (বাঙালী) স্বভাবের দোষ রক্তে চলাফেরা করে যে !