নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহমান হেনরীর কবিতাব্লগ

পোয়েট ট্রি

রহমান হেনরীর কবিতাব্লগ

পোয়েট ট্রি › বিস্তারিত পোস্টঃ

।। ওইসব প্রেমিকের জন্য, যারা হাল ছাড়ে না ।।

০৮ ই আগস্ট, ২০১৪ রাত ৯:১২

পরিত্যাগ করতে পারো তোমরা, ভুলে যেতে পারো,

কিংবা পরিস্থিতিও দূরে ঠেলে দিতে পারে তাদের

এখন হয়তো হাজার হাজার মাইল দূরে তাদের পদচারণা

কিন্তু তারা কখনই ভুলে যায়নি তোমাদের, মুহূর্তের জন্যেও

নয়; তাদের নিঃশ্বাসে ধ্বনিত হচ্ছে তোমাদের নাম

তাদের আঙুলগুলো বিলি কাটছে তোমাদের চুলে

তোমাদের খোঁপায় খোঁপায় সুবাস ছড়াচ্ছে যেসব সুদর্শন

ওগুলো ফুল নয়, হার-না-মানা প্রেমিক হৃদয়ের বিশ্বস্ততা

তীব্র রোদে, তোমাদের মাথার ওপরে এখনও তাদেরই ছায়া

তোমাদের নিদ্রার পাশে সারারাত পাহারাদারের মতো জাগে

ওইসব নির্ঘুম রাত, সেইসব প্রেমিকের জন্য আমাকেও

রাত জাগতে হয়, সাজাতে হয় শব্দের পাশে শব্দ,

উদ্বিগ্ন অপেক্ষায় বসে থাকতে হয় আমাকেও, কেননা,

তোমাদের যে মেষগুলো হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছো না,

অনুগত রাখালের মতো, তাদের সাথে নিয়ে তোমাদের

স্বপ্নের মধ্যে একদিন ফিরে আসবে একদল যিশু খ্রীষ্ট,

কেননা, কেবল তারাই জানে: কতো সহস্র পাথরের

গলনে, জল সৃষ্টি হলে, শুচিস্নানে ঋদ্ধ হয় জননী মরিয়ম।

মন্তব্য ৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ৯:১৫

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর কবিতা , ভাললাগা +

২| ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ৯:১৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কবিতায় প্রথম ভাল লাগা ।

৩| ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৪৭

লাল নীল স্বপ্ন বলেছেন: ভাল লাগলো +

৪| ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৪৯

আলম দীপ্র বলেছেন: sundor bisoy nie sundor kobita ar mobile die comment korchito tai English e korte hocche tar jonno dukkhito ।

৫| ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৫৭

মিজভী বাপ্পা বলেছেন: দারুণ

৬| ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৪৭

পোয়েট ট্রি বলেছেন: আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর সদ্য পেরিয়ে যাওয়া ঈদের শুভেচ্ছা...

৭| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ২:০০

স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর!!!

৮| ০৯ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৩১

জাহাঙ্গীর.আলম বলেছেন:

কেবল তারাই জানে: কতো সহস্র পাথরের
গলনে, জল সৃষ্টি হলে, শুচিস্নানে ঋদ্ধ হয় জননী - ভাল লাগল ৷

৯| ০৯ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৫১

ৎঁৎঁৎঁ বলেছেন: অসাধারণ লাগলো আমার! মুগ্ধপাঠ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.