নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃষ্টিঋতুতে চাইছি যে, তুমি আসো__
শুভ্রডানা গো, হাঁসের পালকে বোনা;
বর্ষণে ভেজো, সারাদিন জলে ভাসো,
সে-জল শেষে ঝেড়ে ফেলো, লক্ষ্ণীসোনা!
বৃষ্টিঋতুতে চাইছি সে-পুরনোকে
পুরানের পাখি এসো এই নিধূবনে
সজলসন্ধ্যা ভূলোকে যখন ঝোঁকে
তোমাকে চাইছি: দিবসসন্ধিক্ষণে;
বর্ষণে কাঁপে থরথর দেহ, মনও__
নবীনা ভূমি সদ্যস্নাতকে জাগা
সিক্ত দিবসে রাত্রির মতো ঘন
শুভ্রডানা গো, হাঁসের পালকে বোনা,
অন্তিমে যদি সাথীটিও রইলো না
অন্ধকারে তো আমি এক দুর্ভাগা!
©somewhere in net ltd.
১| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ৮:২৩
বাংলার পাই বলেছেন: সুন্দর।