নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[ কবিতা টিভিতে আবৃত্ত হবার বস্তু নয়, এমনকি, নিজের বীর্য-উৎস পিতার জন্য রচিত হলেও ]
নির্জনতায়, নৈঃশব্দ্যের মুহূর্তগুলোতে, তোমার কানে হঠাৎ ধ্বনিত হয় যে কণ্ঠস্বর, বিস্মরণা, আমি সেই লোক। মাঝেমধ্যে যাকে তোমার হত্যা করতে ইচ্ছে করে; কিন্তু সোনা, স্মৃতিকে তুমি তো হত্যা করতে পারো না! অবয়বহীন, অশরীর, কণ্ঠধ্বনিকে হত্যা করতে পারো না। নিদ্রায়, অপার ক্লান্তিতে, বৃষ্টিজল ছিটিয়ে, তোমার স্বপ্নের মধ্যে গড়ে ওঠে প্রশান্তির যে স্বর্গীয় সুষমা, বিভাবতী, সেই আত্মা্ আমারই। কল্প-রেশমী বস্ত্র পোশাক তার; নাক্ষত্রিক নির্জনতায়, তোমার নিদ্রামুকুটে নেমে আসি আমি। তোমার রাত্রিময় অবচেতনের মধ্যে আমিই কাঙ্ক্ষিত, অনস্বীকার্য সময়; মহাকাল তার সাক্ষ্য দিতে প্রস্তুত।
©somewhere in net ltd.