নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহমান হেনরীর কবিতাব্লগ

পোয়েট ট্রি

রহমান হেনরীর কবিতাব্লগ

পোয়েট ট্রি › বিস্তারিত পোস্টঃ

এজরা পাউন্ডের কবিতা

২২ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:১১





।। প্রতিনিধি দল ।।



যাও, আমার সঙ্গীতগুলো, নিঃসঙ্গ আর অতৃপ্ত মানুষের কাছে,

স্নায়ুবিধ্বস্ত মানুষের কাছেও যাও, তাদের কাছে যাও যারা শৃঙ্খলিত

সমঝোতা-স্মারকে,

তাদের নিপীড়কদের উদ্দেশ্যে বয়ে নিয়ে যাও আমার ঘৃণা।

যাও প্রাণজুড়ানো জলের মহাঢেউ,

নিপীড়কদের প্রতি বয়ে নিয়ে যাও আমার ঘৃণা।



অবচেতন নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হও,

কথা বলো অকল্পনীয় জুলুমের বিরুদ্ধে,

কথা বলো সমুদয় শৃঙ্খলের বিরুদ্ধে।

যাও ওইসব মধ্যবিত্তের কাছে যারা কর্মহীনতার হতাশায় মরছে,

শহরতলীর নারীদের কাছে যাও,

যাও গোপনে বিবাহিতদের কাছে,

তাদের কাছে যাও যাদের ব্যর্থতাকে ধামাচাপা দেয়া হয়েছে,

যারা দুর্ভাগ্যবশত গর্ভধারণ করেছে তাদের কাছে যাও,

যাও ক্রীতপত্নীদের কাছে,

সেই নারীর কাছে যাও যার সম্পত্তিকে হস্তান্তর-অযোগ্য করা হয়েছে।



তাদের কাছে যাও যাদের রয়েছে সুকুমার বাসনাদি,

ওইসব মানুষের কাছে যাও যাদের চারুবাসনাকে ব্যর্থ করা হয়েছে,

অনুজ্জ্বল পৃথিবীতে বিধ্বংসী রোগের মতো ছড়িয়ে পড়ো,

তোমার তীক্ষ্ণধার নিয়ে এসবের বিপক্ষে এগিয়ে যাও,

সবল ও টানটান করো সূক্ষ্ণ তারগুলো,

শ্যাওলাজমা আর মেরুদণ্ডগুলোকে বলীয়ান করো আত্মবলে,

বন্ধুর মতো যাও,

মুক্ত-আলোচনার উপলক্ষরূপে যাও,

উৎসুক হও নব্য অশুভ আর নতুন শুভর অনুসন্ধানে,

সর্ববিধ জুলুমের প্রতিপক্ষে দাঁড়াও।

তাদের কাছে যাও মধ্যবয়সের ভারে জবুথবু যারা,

তাদের কাছে যাও যারা বীতস্পৃহ।



যাও,

ওইসব তারুণ্যের কাছে, পারিবারিকভাবে শ্বাসরোধ করা হয়েছে যাদের,

আহ কী কুৎসিৎ এইসব ব্যাপার

তিন প্রজন্মকে দেখতে হচ্ছে একই ঘরে সমবেত!

প্রাচীন বৃক্ষে অঙ্কুর গজানোর মতো এটা

আর তেমন এক বৃক্ষে যার কিছু কিছু ডাল পচে-খসে পড়ছে।



বেরিয়ে পড়ো আর উচ্চকিত করো প্রকাশ্য দ্বিমত,

রক্তের এই শর্করাশৃঙ্খলকে রুখে দাঁড়াও।

রুখে দাঁড়াও যাবতীয় কুক্ষিগতকরণের বিরুদ্ধে।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২১

ধূর্ত উঁই বলেছেন: সুন্দর +

২| ২২ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২১

ধূর্ত উঁই বলেছেন: সুন্দর +

৩| ২২ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২১

ধূর্ত উঁই বলেছেন: সুন্দর +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.