নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
।। শুধু তোমাকেই ভালোবাসতে বাসনা রাখি।।
শুধু তোমাকেই ভালোবাসতে বাসনা রাখি
একটা ঝড় পূর্ণতা দিচ্ছে উপত্যকাকে
একটা মাছ ভরিয়ে তুলছে সমগ্র নদীকে
দিন ও রাত্রিগুলোকে অনুধাবনের জন্য
আমার নির্জনতার মাপে গড়ে তুলছি তোমাকে
যেখানে গোটা বিশ্ব লুকিয়ে পড়তে পারে
চোখে চোখ রেখে আর তাকিয়ে থাকা নয়
বরং তোমাকে নিয়ে যা ভাবছি, তা হলো:
ওই প্রতিচ্ছবির মধ্যেই নিহিত আছে পৃথিবী
আর তোমারই আঁখিপল্লব শাসন করছে দিন ও রাত্রিকে।
।। পাঁচটি হাইকু ।।
সিদ্ধান্তহীন
বায়ু, স্বয়ং গুটিয়ে
সিগ্রেট হচ্ছে
২.
সরব বোবা মে':
শিল্পের অবমাননা
অবোধ বক্তৃতা
৩.
গাড়ি চালু হয়:
চার চারটে শহীদের মাথা
ঘুরছে চাকাতে
৪.
এক অগ্নি, হাজার
শিখা; আলো এক ছায়া!
সূর্য আমার ফেউ
৫.
পালকের টুপি
যেন বা আলোর ছোঁয়া
ধুম ছড়াচ্ছে চোঙ
২| ২৩ শে আগস্ট, ২০১৪ রাত ২:৫৪
অতঃপর জাহিদ বলেছেন: সুন্দর!
৩| ২৩ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৫
দৃষ্টিসীমানা বলেছেন: চমৎকার কবিতা । প্রিয় তে নিলাম ।আপনাকে ধন্যবাদ ।
৪| ২৩ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৫৮
ৎঁৎঁৎঁ বলেছেন: দিন ও রাত্রিগুলোকে অনুধাবনের জন্য
আমার নির্জনতার মাপে গড়ে তুলছি তোমাকে
যেখানে গোটা বিশ্ব লুকিয়ে পড়তে পারে
৫| ২৩ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮
বাংলার পাই বলেছেন: চমৎকার কবিতা। হাইকু সুন্দর।
৬| ২৩ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৩৫
ডি মুন বলেছেন: আর তোমারই আঁখিপল্লব শাসন করছে দিন ও রাত্রিকে।
দারুণ লাগলো। কবিতাটা। আর হাইকু'গুলোও সুন্দর।
©somewhere in net ltd.
১| ২৩ শে আগস্ট, ২০১৪ রাত ১২:২০
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: বেশ!