নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহমান হেনরীর কবিতাব্লগ

পোয়েট ট্রি

রহমান হেনরীর কবিতাব্লগ

পোয়েট ট্রি › বিস্তারিত পোস্টঃ

পল এলুয়ারের কবিতা

২৩ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩২





।। অনুপস্থিতি ।।



নগরান্তরে কথা বলছি তোমার সাথে

সমভূমি থেকে সমভূমিতে কথা বলছি তোমার সাথে

আমার মুখ তোমার কানের সন্নিহিতে

প্রাচীরগুলোর দ্বিপার্শ্বিক সম্মুখতল

আমার কণ্ঠস্বর যা শনাক্ত করছে তোমাকে



তোমাকে বলছি অনন্তকালের কথা



হে নগরসমূহ আর নাগরিক স্মৃতি

নগরগুলো মোড়ানো আমাদেরই বাসনা-চাদরে

প্রমত্ত নগর, ঘণিষ্ঠ নগর

ছিনতাই হয়ে গেছে তাদের নির্মাতাদের থেকে

তাদের পরিকল্পক ও ছায়াশরীর থেকে



পাথর ও রত্নশাসিত ভূ-নিসর্গ

প্রাণময় জীবন্ত চিরঞ্জীব

আমাদের পৃথিবীতে আসমানী গম

পুষ্টি দিচ্ছে আমার কণ্ঠস্বরকে

আমি স্বপ্ন দেখছি, চিৎকার করে কাঁদছি

হাসছি আর স্বপ্ন দেখছি গনগনে শিখার মধ্যে

থোকা থোকা রৌদ্রের মধ্যে



আর আমার দেহের ওপর প্রসারিত হচ্ছে তোমার শরীর

তার আয়না-স্বচ্ছ স্তরগুলো নিয়ে

মন্তব্য ১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৪ রাত ১১:১৯

বাংলার পাই বলেছেন: দারুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.