নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সমুদ্রে জলকেলি হাঁসেরই অধিকার
মুঠোতে হৃৎপিণ্ড অযথা পদ্মলাল
এ জলে প্রতিষ্ঠাই বাসনা যদি তার
দিবসও নই আমি রাতেরও ছদ্মকাল
বলেছি: সুখি হও উদ্যানে পুষ্পঘ্রাণ
সার্থকে জন্মেছি তোমারই কন্টকে
আপদে-রক্ষণে নিগূঢ় অবদান
বিভা তো গ্রাস করে বিভারই বন্টকে
জলাধার-বৃষ্টিতে যদি বা কেলি তার
নিজেকে খুঁজে পায় ধ্রুপদী ভঙ্গিতে
কী রোষে বৈরিতা কী দোষে আমি আর
ভাসাবো সেই খুশি বিষাদসংগীতে
মানবী নিজমনে হয়েছে হংসিনী
আমি তো জলাধার, স্তব্ধ চিরদিনই
২| ২৬ শে আগস্ট, ২০১৪ রাত ২:১৯
বাংলার পাই বলেছেন: জলাধার-বৃষ্টিতে যদি বা কেলি তার
নিজেকে খুঁজে পায় ধ্রুপদী ভঙ্গিতে
কী রোষে বৈরিতা কী দোষে আমি আর
ভাসাবো সেই খুশি বিষাদসংগীতে
মানবী নিজমনে হয়েছে হংসিনী
আমি তো জলাধার, স্তব্ধ চিরদিনই -------------------চমৎকার কবিতা। অনেক অনেক শুভেচ্ছা রইলো কবি।
৩| ২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৩
নাহিদ হাকিম বলেছেন: ভালো লাগল
©somewhere in net ltd.
১| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৪৮
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সুন্দরতো বলতেই হবে -----অতি সুন্দর