নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহমান হেনরীর কবিতাব্লগ

পোয়েট ট্রি

রহমান হেনরীর কবিতাব্লগ

পোয়েট ট্রি › বিস্তারিত পোস্টঃ

রাইনার মারিয়া রিল্কের কবিতা

৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪৬



।। শরতের দিন ।।



প্রভু: এখনই সময়। গ্রীষ্মটা ছিলো অপরিমেয় দীর্ঘ।

সূর্যঘড়ির ওপর বিছিয়ে দাও তোমার ছায়া

আর মাঠে মাঠে বাঁধন আলগা হোক বাতাসের।



শেষ ফলগুলোকে পোক্ত হবার নির্দেশ দাও;

তাদের জন্য বরাদ্দ করো আরও দুটো দক্ষিণায়নের দিন,

মর্দনে পাকিয়ে তোলো তাদের আর শেষ মাধুরী

ধরে এনে ঋদ্ধ করে দাও তীব্র মদিরায়।



যার গৃহ নেই সে আর বানাতে পারবে না কোনও আবাসন।

যে নিঃসঙ্গ তাকে আরও বহুদিন ওভাবেই একা থাকতে হবে,

জেগে থাকবে, পাঠ করবে, লম্বা লম্বা চিঠি লিখবে,

আর সংযোগ সড়কে পায়চারী করবে, এমাথা ওমাথা,

উদ্দেশ্যহীন, বিরামহীন, যখন উড়তে থাকবে ঝরাপাতাগুলো।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫২

জাহাঙ্গীর.আলম বলেছেন:
চমৎকার ৷

২| ৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৫

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.