নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছাদ থেকে মেঝে-অব্দি দীঘল দোলনা
পরিত্যাক্ত বারান্দাময় দুলছে
লাল, নীল, বেগুনি, কালো__ দুলছে
তাকে সঙ্গ দেবে, শিশুটি কোথায়?
ভূমি থেকে অনেক উঁচুতে ভাসছে মেঘ
আরও উঁচুতে আসমানী নির্জনতা
স্তব্ধ; কাচের আকাশ, সেই বিষণ্ন নৈঃশব্দ্যে উচ্চতা
মাপতে পারি না, জানালার ভেতর দিয়ে
প্রক্ষেপণ করি দৃষ্টির শূন্যতা
সেখানে কি বনভূমি আছে? ভাসমান!
আমার শয়নকক্ষ, বিরহ বারান্দা আর
ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে, হয়তো উড়ছে সেই পাখি
আসমানের বোবা কাচ ফেটে ফেটে চৌচির
তার করুণ কাকলি আসছে কানে
আমাকে কটাক্ষ করে, অদৃশ্যে উড়াল দিচ্ছে
নিঃসঙ্গ, বিষণ্ন পাখি, একা
২| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩০
আহম্মদ িশবু বলেছেন: valo
©somewhere in net ltd.
১| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:০৬
পরিবেশ বন্ধু বলেছেন: আসমানের বোবা কাচ ফেটে ফেটে চৌচির
তার করুণ কাকলি আসছে কানে
আমাকে কটাক্ষ করে, অদৃশ্যে উড়াল দিচ্ছে
নিঃসঙ্গ, বিষণ্ন পাখি, একা
সুন্দর ।