নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাখির গলায় ডেকেছিলো নারী__
আমি তখন রাত্রিসরোবরে
সজল-ফাটা উদ্গমী ধ্যান জুড়ে
লেপ্টে ছিলাম ভূবন-তরবারি;
বৃক্ষ থেকে আকাশ ঝরে পড়ে
সেই যে-পাখির রক্তজমাট সুরে,
হলাম তারই ডানার অনুসারী।
পাখি আমার অগ্নিসমুদ্দুরে
ডুবছে-ভাসছে, গাইছে অভিনব;
দৌড়ে দেখি: নিকট অনেক দূরে।
ভেবেছি তার হংসমিথুন রবো__
দর্পনে নয়, লিপ্ত পারদ ধ'রে
বিম্ব ভেঙে জীবন-অহংকারী
অগ্নিসোনার অঙ্গগামী হবো।
©somewhere in net ltd.