নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহমান হেনরীর কবিতাব্লগ

পোয়েট ট্রি

রহমান হেনরীর কবিতাব্লগ

পোয়েট ট্রি › বিস্তারিত পোস্টঃ

।। নিকষনগ্নতা ।।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৫:০০

দেখেছি সমস্ত বৃক্ষ, সর্ববিধ ডালও;

নদীর সমগ্র জল, বারিধির সমূহ কঙ্কাল।

এপ্রান্ত ওপ্রান্ত গেছি। চষিয়াছি কালও__

তোমার অধিক দুঃখ দেখিনি হে, লাল,

কোন অভিযাত্রা তার? কী তার বাসনা?

কোথায় পাথরচূর্ণ থেকে ঋদ্ধ সোনা

অভিভূত করেছিলো কাকে? ভ্রমরাতে!

পত্রে, শস্যে, নারীতে, কঙ্কালে, গোরস্তানে

কে কাকে নিয়েছে পরাজিত নগ্ন হাতে

দেহ তো জানেনি! মনোস্তত্ত্বে কেউ জানে?

যমুনার ও্ইদিকে কে গিয়াছে রাত্রির সাম্পান?

মৃত্যুতেও স্বপ্ন মরে না, তা জানো নাকি? জান!

গেছে তো সকলই শঙ্কা, ত্রাসের জঞ্জালও,

নিকষনগ্নতা থেকে জেগে ওঠো আজ মধ্যরাতে!

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৫

জেন রসি বলেছেন: পত্রে, শস্যে, নারীতে, কঙ্কালে, গোরস্তানে
কে কাকে নিয়েছে পরাজিত নগ্ন হাতে
দেহ তো জানেনি! মনোস্তত্ত্বে কেউ জানে

সুন্দর

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৮

জীয়ন আমাঞ্জা বলেছেন: কবিতা বরাবরের মতোই ভালো লেগেছে, হেনরী ।
ব্লগে পেয়েও ভালো লাগছে ।

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:১১

আহমেদ জী এস বলেছেন: পোয়েট ট্রি ,



নিকষ নগ্নতায় নয় , তার দুঃখকে ঢাকতে চেয়েছেন ভাবের পাথরচূর্ণ থেকে তোলা ঋদ্ধ সোনার অলংকারে ।

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ওরে বাবা !! খুব সুন্দর -- খুব সুন্দর

৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৩

জাহাঙ্গীর.আলম বলেছেন:
ভাল লাগলো ৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.