নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহমান হেনরীর কবিতাব্লগ

পোয়েট ট্রি

রহমান হেনরীর কবিতাব্লগ

পোয়েট ট্রি › বিস্তারিত পোস্টঃ

।। উত্তরের গাথা ।।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৬

যে সমভূমি থেকে আমি উঠে এসেছিলাম এই জনজঙ্গলে

তার শস্যক্ষেত ও অবারিত মাঠের দিকে কদাচিৎ

মানুষের দেখা মেলে



আমার এলাকাকে বলা হতো: মঙ্গাপীড়িত উত্তর

চেয়েছিলাম: সেই উত্তরের মাঠে-ময়দানে,খালে-বিলে,

ফসলের ক্ষেতে কাটিয়ে দেবো এক কৃষকের জীবন



সমস্ত দিনের শেষে ঘরে ফিরে আমার কক্ষময়

একটাই টিভি চ্যানেল দেখতে চেয়েছিলাম:

জ্যোৎস্না-ঢালা চাঁদ



সকালের খাবার হিসেবে পান্তা ভাত, পেঁয়াজ ও কাচামরিচ

আমার পছন্দের; বড়জোড় শীত সকালে কড়কড়ে ভাত,

খেজুর রস, দু'চার পদের পিঠে-পুলি



চেয়েছিলাম: ধুলি ও কাদাপথে খালি পায়ে হাঁটবো

ঘরে ঢোকার আগে ওইসব ধুলোকাদা ধুয়ে

স্নান করবো পুকুরে, কুয়োতলায়, চাপ কলে



আমি চেয়েছিলাম: যমুনা নদী থেকে অনেক উত্তরে

একমাত্র হতশ্রী তামাটে মানুষ, উপভোগ করবো

আমার চিরায়ত দুর্দশাকে



আমি চেয়েছিলাম: বিল কি নদীর জলে, একটা নৌকার মধ্যে

নিশ্চিন্তে ঘুমিয়ে কাটাবো অনেকগুলো শুক্লাপক্ষের রাত

নিশিবকেরা আমাকে সেরেনাদ শোনাবে



রাতের অগণিত তারকাখচিত আসমান থেকে, তুমি আমাকে

ধাক্কা মেরে ফেলে দিয়েছো রঙিনতর স্বপ্নের মধ্যে; তুমি আমাকে

ফেলে দিয়েছো বর্ণনাতীত দুর্দশাময় জীবনের পদতলে

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৬

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: অনেক ভালোবাসা ভালোলাগা আছে আপনার লেখাতে। দারুন লাগলো রহমান ভাই।

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৬

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: আমিও আমার জন্মস্থানে ফিরে যেতে চাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.