নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবহেলা বৃষ্টি হয়ে ঝরে পড়ছে হৃদয়ে, পাথরে,
চোখের আড়ালে আছি; এইটুকু সুখ নিয়ে
এভাবেই, নির্জনে, নিঃসঙ্গ, বয়ে যেতে চাই
অচেনা্ নদীর জলে, স্বনির্মিত নৌকা বেয়ে
আরও দক্ষিণে, আরও আরও অজানার কাছে
পৌঁছে যেতে চাই। গুচ্ছ গুচ্ছ রাত্রি নেমে এসে
শরীরে মাখিয়ে যাবে অন্ধকার-স্নেহ; অগণিত
ভোর এসে, শিশির মাখিয়ে দেবে গায়ে। দ্যাখো,
কেমন লাফিয়ে উঠছে জল! পাখিরাও খুঁজে
পাচ্ছে: যা তাদের কাঙ্ক্ষিত ও নিষ্ঠ-সন্ধান।
দীর্ঘ ভ্রমণ শেষে, সব নীরবতা ভেঙ্গে, ঠিকঠাক
পৌঁছে যাবো অভীষ্ট নীলের কাছে, সামুদ্রিক জলে,
অগণিত পানপাত্র বেজে উঠবে জলের কল্লোলে
পাখিরাই ভঙ্গিমাপ্রধান দৃশ্যে স্বাগত জানাবে।
©somewhere in net ltd.
১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১০
অপূর্ণ রায়হান বলেছেন: ++++
শুভেচ্ছা