নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুয়ার উন্মুক্ত আছে। অপেক্ষায় আছে। কিছুদিন তবু ফিরবো না। এখানে সমুদ্র স্তব্ধ। থির হয়ে আছে। এই জলে তা দিতে হবে। ওম পেলে, একদিন ফুঁসে উঠবে ঢেউ। সমুদ্রগর্জন। সৈকতে আসার আগে, গতকাল ভালো ছিলো। গতকাল ঘরে ফেরা যেতো, সুবোধ বালক। আজ আর অসম্ভব ফেরা। অনেক সমুদ্রচিল মরে গেছে। বহু মাছ ভেসে আছে নিস্তেজ। জোয়ারে-ভাটায় এক আকস্মিক মধ্যবিরতি। সমুদ্রলবণে-জলে উত্তাপ ও উত্তেজনা মেখে দিতে হবে। এই সেই জলসম্মেলন, যার কিছু বুদ্বুদ থেকে সন্তর্পণে স্বপ্ন উঠে আসে। মানুষের নিদ্রার ভেতরে তার নিউরনে চলচ্চিত্র মেখে দিয়ে যায়। নিদ্রা ফুরিয়ে গেলে, স্বপ্ন ভেঙে গেলে, কল্পনাই রিপ্লে দেখায়। আবহাওয়া গুমোট হয়ে আছে। গতকাল ফেরা যেতো। আজ আর ঘরে ফিরবো না। কিছুদিন ফেরা অসম্ভব। কিছুদিন স্তব্ধ সমুদ্রজলে ওম দিতে হবে। তারপর, ঢেউ-স্রোত-সমুদ্রগর্জন, ঘরে ফেরা।
©somewhere in net ltd.