নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক বছর ধরে তাকে খুঁজছিলাম আমরা,
তার অফিসে এবং বাড়িতেও; মাঝেমাঝে
পেয়েও যেতাম, কিন্তু তার অফিস ও বাড়ি
কোনওদিনই খুঁজে পাওয়া গেল না; ভাবো!
একটা রাজধানীর মধ্যেই সেই অফিস থাকবে
এবং তার বাড়িটাও, এমনটিই আমাদের ধারণা
অথচ মাঝেমাঝে তাকে হারিয়ে ফেলতাম
আর তার অফিস ও বাড়ি উড়ে যেতো
মহাশূন্যের দিকে। কী যেন প্রয়োজন ছিলো,
পিতৃহীন নগরের মধ্যে আমাদের হাহাকার
ঝাঁকুনি খাচ্ছে এভিন্যুগুলোর খানাখন্দে;
যুগাধিক বয়সের ভাগাড় থেকে উঠে আসা
অচেনা গন্ধ বস্তা সেলাইয়ের সুচ হয়ে
স্মৃতি ও বিস্মৃতিকে এফোঁড় ওফোঁড় করছে।
©somewhere in net ltd.
১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১১
জাহাঙ্গীর.আলম বলেছেন:
ভাল লাগলো ৷