নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহমান হেনরীর কবিতাব্লগ

পোয়েট ট্রি

রহমান হেনরীর কবিতাব্লগ

পোয়েট ট্রি › বিস্তারিত পোস্টঃ

।। অন্য ভাষার কবিতা ।।

০৪ ঠা অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪৯

ইসমাইল কাদেরি'র কবিতা

।। কবিতা ।।

কবিতা,
কীভাবে পথ খুঁজে খুঁজে আমার কাছে এসেছিলে?
আমার মা ভালোমতো আলবেনিয়ান জানে না,
সে লেখে অ্যারাগনিস অক্ষরের মতো, বিরতি ও যতিচিহ্নহীন বাক্য,
যৌবনে আমার বাবা লক্ষ্যহীনভাবে চষে বেড়িয়েছে সাত সমুদ্র,
অথচ তুমি এলে,
নিশ্চুপ আমার পাথুরে শহরের ফুটপাথ ধরে হেঁটে হেঁটে,
আর আমার ১৬ নম্বর বাড়ির তিন তলার ঘরে
মৃদু টোকা দিলে।

জীবনে পছন্দনীয় ও ঘৃণ্য অনেক কিছুই আছে,
অজস্র সমস্যা সত্ত্বেও আ্মার আছে এক 'উন্মুক্ত শহর'
কিন্ত সে যাই হোক...
যেন রাত্রির উতরে যাওয়া প্রহরে এক যুবক ঘরে ফিরছে,
নিশিচারণের ক্লান্তিতে বিধ্বস্ত, মুষরে পড়া,
আমিও, ফিরছি তোমার কাছে,
অন্য এক পলায়নের পর তোমার কাছেই ধরা পড়ে গেছি।

আর তুমি
আমার বিরুদ্ধে নাস্তিক্যের অভিযোগ প্রতিষ্ঠিত না করে
আলতো হাত বুলিয়ে দিচ্ছো চুলে,
শেষ গন্তব্য আমার,
কবিতা।

--------------------------
ইসমাইল কাদেরী (১৯৩৬): বর্তমানে জীবিত আলবেনীয় লেখকদের মধ্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একমাত্র লেখক ও কবি। তিরানা বিশ্ববিদ্যায় থেকে ইতিহাস ও দর্শনে উচ্চতর শিক্ষা গ্রহণ করেছেন। পড়াশুনা করেছেনন মস্কোর গোর্কি ইনস্টিটিউট অব ওয়ার্ল্ড লিটারেচারেও। আলবেনিয়ার জিরোকাস্ত্রা শহরে জন্ম ও বেড়ে ওঠা। গত শতাব্দীর ১৯৫০ এর দশকে কবিতাগ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে তার লেখক জীবনের শুরু। ২০১৪ সালে, সাহিত্যে, সম্ভাব্য নোবেলজয়ীদের সংক্ষিপ্ত তালিকায় প্রথম পাঁচজনের একজন তিনি।

--------------------------
কবিতাটি মূল আলবেনিয়ান থেকে
ইংরেজিতে অনুবাদ করেছেন: Robert Elsie

বাঙলায়ন : রহমান হেনরী

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.