নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহমান হেনরীর কবিতাব্লগ

পোয়েট ট্রি

রহমান হেনরীর কবিতাব্লগ

পোয়েট ট্রি › বিস্তারিত পোস্টঃ

আদোনিসের কবিতা

০৭ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩৪



।। গোপনতাগুলো ।।

মৃত্যু তার আলিঙ্গনে বেঁধে রাখে আমাদের,
বেপরোয়া আর বিনয়ী,
নিজের গোপনতাগুলোর মধ্যে, এক গোপনতা হিসেবে
বয়ে বেড়ায় আমাদেরকে, আর
আমাদের অজস্রতাকে রূপান্তরিত করে এককে।


।। সম্মোহন ।।

বিচূর্ণিত গ্রন্থসমূহের ভেতর দিয়ে দেখতে পাচ্ছি
হলুদ গম্বুজের তলদেশে
ফুটো বেলুনের মতো একটা শহর উড়ে যাচ্ছে।
দেখতে পাচ্ছি রেশমের চাদরে তৈরি দেয়ালগুলো
আর একটা নিহত নক্ষত্র
সাঁতরাচ্ছে সবুজ কলসির জলে।
দেখতে পাচ্ছি অশ্রুনির্মিত এক মূর্তি,
মুখমণ্ডল ও পাঁজরের গলিত কাদা
পড়ে আছে এক সম্রাটের পদতলে।


।। দামেস্কাসের মিহেরের গান ।।

বর্শার ফলার মতো একটা গান
যা এফোঁড়-ওফোঁড় করে বৃক্ষ, পাথর আর আসমানকে,
জলের মতো কোমল
অবাধ, চমকপ্রদ বিজয়ের মতো।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:০৫

গৃহত্যাগী পূর্ণিমার আলো বলেছেন: বর্শার ফলার মতো একটা গান
যা এফোঁড়-ওফোঁড় করে বৃক্ষ, পাথর আর আসমানকে


ভালো লাগলো :)

২| ০৭ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

অপূর্ণ রায়হান বলেছেন: ভাবনায় ফেলে দেবার মতো কবিতাগুলো ।

বাই দ্যা ওয়ে , অনুবাদ কি আপনার ভ্রাতা ?

ভালো থাকবেন :)

৩| ০৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১:১৪

মায়াবী ছায়া বলেছেন: ভাল লাাগল ।। +++

৪| ০৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১:৫০

কলমের কালি শেষ বলেছেন: অনুবাদকৃত কবিতা ভাললাগল । :)

৫| ০৯ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩৯

জাহাঙ্গীর.আলম বলেছেন:
ভাল লাগলো ৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.