নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফরাসি উপন্যাস রচয়িতা, চিত্রনাট্যকার ও শিশুসাহিত্যিক প্যাট্রিক মোদিয়ানো এবছর (২০১৪) সাহিত্যে নোবেল পেয়েছেন। ৩০ জুলাই ১৯৪৫ খ্রিস্টাব্দে ফ্রান্সের এক শহরতলিতে জন্মগ্রহণকারী ইহুদি বংশোদ্ভূত এই কথাসাহিত্যিক ১৯ বছর বয়সে, উপন্যাস রচনার মাধ্যমে, তার লেখক জীবনের সূচনা ঘটান।
কথাসাহিত্যে তার বিশেষত্ব হলো: তার প্রতিটি রচনা পূর্বাপরের এক ধারাবাহিক ঘটনার উদ্ভাসন; যাকে বলা চলে, স্মৃতির কিংবা বিস্মৃতির ইতিহাস; আবার বিপরীতক্রমে, একথাও বলা যায় যে, তার রচনাবলীতে বিধৃত হয়েছে ইতিহাসে স্মৃতি বা বিস্মৃতি।
কাহিনীর ঘটনকেন্দ্র সর্বদাই অপরিবর্তিত। কেবল চলমান তার সময় এবং সেই সময়ের সাথে ক্রিয়া-প্রতিক্রিয়ায় বেড়ে ওটা ও এগিয়ে চলা পাত্রপাত্রিগণ, কালেরই প্রেক্ষিতে সংযুক্ত হয়ে মিথস্ক্রিয়া ঘটাচ্ছে আরও আরও পাত্রপাত্রিগণের সাথে; কিন্তু ঘটনকেন্দ্র বদলে যাবার নয়। অননুমেয় আগামির ভেতর দিয়ে, ঘটনাচক্রের পাথরে স্পৃষ্ঠ হতে হতে বয়ে যাচ্ছে সময়। অসম সময় থেকে শুরু করে সমকালের বুক চিরে তার কাহিনী ধাবিত হচ্ছে আগামি সময়েও। সে এক বিস্ময়কর কল্পনা ও বাস্তবতাই বটে!
আপাত ধাতব তার গল্প ও গদ্যভঙ্গিমার কেন্দ্রে কাজ করে যায় প্রস্তাবিত কবিতার শিল্পদ্যোতনা। একেই, সম্ভবত, বলা হয়ে থাকে কালের নন্দন সৌন্দর্য! তার কাহিনীগুলো ঘটনামাত্র নয়, গল্পের জন্য বিবৃত ও বিধৃত গল্পমাত্র নয়, কাহিনী নয়__ বিপুলতর কবিতার সম্ভাবনা; অর্থাৎ পুরাঘটিত, ঘটমান ও ভবিষ্যৎ বাস্তবতা।
ব্যবসায়ী জনক ও অভিনেত্রী জননীর ঘরে জন্ম নেয়া ক্ষণজন্মা এই ইহুদি পুরুষ, হয়তো, গর্বিত করেছেন ভূখণ্ড নির্বিশেষে, তার স্বগোত্রীয় সকল ইহুদিকেই; কিন্তু তার কথাশিল্পের স্রোততলে বয়ে চলা হতাশার তলানিতেও পলির মতো জমে ওঠা স্বপ্ন আর আশাবাদ, বিশ্বময় মানবতারই জয়গান গেয়ে ওঠে। ইংরেজিতে অনূদিত তার উল্লেখযোগ্য গ্রন্থসমূহ: রিং রোডস (১৯৭২); মিসিং পার্সন (১৯৭৮); মেমোরি লেন (১৯৮৫); হানিমুন (১৯৯০); আউট অব দ্য ডার্ক (১৯৯৫); দ্য হরিজন (২০১০) প্রভৃতি। জার্মান অধিকৃত তার নিজ জন্ম-শহরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনাবলী এবং তার দূরপ্রসারী ফলাফল মানুষের জীবনে যেসব অবর্ণিত প্রভাব বিস্তার করেছিলো, তার দূরদৃষ্টিসম্পন্ন ব্যতিক্রমী বিশ্লেষণই মোদিয়ানোর সিংহভাগ রচনার পশ্চাদ্ভূমি। ইঙ্গভাষী সাহিত্যিক পরিমণ্ডলে, এটাই বাস্তবতা যে, 'প্যাট্রিক মোদিয়ানোটা আবার কে?' এই এক বিস্ময়-জিজ্ঞাসা; কিন্তু ফরাসীদের কাছে মোদিয়ানো কেবল খ্যাতিমান ও জনপ্রিয়ই নন, সসম্মানে সমাদ্রিত এবং কথাসাহিত্যের এক কিংবদন্তী।
*
----------------
[ ২০১৪ সালের নোবেলজয়ী সাহিত্যিক, প্যাট্রিক মোদিয়ানো'র রচনাকর্ম বিষয়ে রহমান হেনরীর তাৎক্ষণিক প্রতিক্রিয়া ]
০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:১৮
পোয়েট ট্রি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা...
২| ০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৪
ফারগুসন বলেছেন: সময় সত্যিই যেন মানবতার জয়গান করে। সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ
১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:২৪
পোয়েট ট্রি বলেছেন: শুভকামনা আপনার জন্য...
৩| ১০ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:০৭
মামুন রশিদ বলেছেন: প্যাট্রিক মোদিয়ান আমাদের কাছে কিছুটা অপরিচিত । আপনার পোস্ট পড়ে বেশ কিছু জানলাম । পাঠকের স্বার্থে পোস্ট রেখে দেয়ার জন্য অনুরোধ থাকলো ।
৪| ১০ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৫
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: যারা বিসিএস ৩৫ তম দিবেন: বিসিএস ৩৫ তমের প্রশ্ন
৫| ১১ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:৪৪
কলমের কালি শেষ বলেছেন: ভাল লাগলো । কিছু জানলাম ।
©somewhere in net ltd.
১| ০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৫
টুম্পা মনি বলেছেন: সুন্দর ইনফরমেটিভ পোষ্ট। ধন্যবাদ।