নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গাইকে বাছুর-বান্ধা-দড়ি দিয়ে
মেপে, বলছে সে: কে কতোটা বড়?
এতো লম্বা পোস্টাফিস! চিঠি দিচ্ছে:
রাত্রি না জেগেই এর উত্তর দিও!
তোমার সে চোখরাঙানিকে, ভয়
না করেই, সাহসে অনেক জড়সড়
হয়ে, বলছি যে, জবাব তো দেবো!
শাস্তি কী যে, কোনটা বা পুরস্কার হলো,
সেই কথা না-বুঝেও, কতো অহংকারী
কেউ কেউ হতে পারে; তুমি কিছু জানো?
অনেক আকাশে মেঘ বিজুলি চমকানো;
পূর্বাভাস পাটিতে পেঁচিয়ে, হাতে নিয়ে,
কতো গল্প আধুনিকে যাদুবাস্তবের কিচ্ছে
হলো! তুমি তাকে করো স্মরণীয়!
গাইয়ে ও বাছুরে কতো প্রবাদ যে হয়!
বঙ্গদেশে জন্ম, তবু, আরও একটু ভেবো:
কে সন্ন্যাসী, কারা আজও যথেষ্ট সংসারী,
শরীরে না-ছিটিয়েই বিবাহের জলও!
কখনও বলি না কিছু ইনিয়ে-বিনিয়ে
আবারও আমার মুখে শব্দ হয়ে ঝরো!
©somewhere in net ltd.
১| ১৭ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩১
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো ।
শুভেচ্ছা নিবেন