নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোথাও কোনও অরণ্য ছিলো না। আমাদের
হৃৎপিণ্ডের 'ল্যাবড্যাবে' সেইসব অরণ্যের
উজার হয়ে যাবার গল্প তবু দানা বাঁধছিলো
অযথাই; সংকীর্ণ পথের চেয়ে অনেক প্রশস্ত
আমাদের পায়ের পাতাগুলো; রাস্তার দুপাশে
কিনার ঘেঁষে ঝুলে পড়ছিলো, বার বার। কিন্তু
একটা অরণ্যের ভেতরে ঢুকে পড়াই, বহুদিনের
বাসনা। জঙ্গল পেরিয়ে, ছোটখাটো বন ডিঙ্গিয়ে
গভীর এক অরণ্য চেঁচিয়ে উঠছিলো, কোথাও,
অদৃশ্যের দিকে। চোখ মুঁদে আসছিলো আমাদের,
কান সাড়া দিচ্ছিলো না, জিহ্বার রস ফিরে
গিয়েছিলো আলজিভের ওপাশে। তুমিও
কোনওদিন কোথাও ছিলে না, তবু, আমাদের
বুকের মধ্যে গড়ে উঠেছিলো তোমার সাম্রাজ্য।
সেই অরণ্যের সরোবর অথবা তোমার অশ্রু
কোনওটাই লভ্য নয়; কিন্তু এই অভিযাত্রা
তোমার দিকে। তোমার চোখ দুটোর রং
আমরা জানি না, অথচ 'ই ইজ ইকুয়্যাল টু
এমসিস্কয়ার' এর চাইতেও ধ্রুবজ্ঞানে, আমরা
বিশ্বাস করেছিলাম: তোমার চোখের মণিতে
লুকিয়ে পড়েছে পৃথিবীর সবগুলো অরণ্য।
আমরা এখন তোমার চোখের নিশানা অথবা
কমপক্ষে একটি অরণ্যের খোঁজে গৃহহারা,
ভূপর্যটক। স্বয়ং বেরিয়ে এসো, মুখোমুখি দাঁড়াও!
২| ১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১:০৯
কলমের কালি শেষ বলেছেন: গানিতিক মালার কবিতা সুন্দর ।
৩| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:২২
দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগলো ভাই। অনেক।
শুভকামনা জানবেন। অনিঃশেষ। সবসময়।
©somewhere in net ltd.
১| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৪৪
তুষার কাব্য বলেছেন: ভালো লাগলো.....+++