নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুম ঢুলুঢুলু একটা স্মৃতি তুমি
শীতের এই সমগ্র রাত্রির জন্য
আমার শয্যা ও কম্বলের উষ্ণতা থেকে
বহুদূরে... প্রায়-বরফ হয়ে যাওয়া
লেকের জলে ভাসছো, মুমূর্ষু ব্যাঙ;
নৈঃসঙ্গ্যের মধ্যে, যতক্ষণ না জেগে উঠছি
ঠোঁটে মেখে থাকা তোমার উপস্থিতির ঘ্রাণ
চাটছি চাটছি চাটছি
তারপর... দেখতে পাচ্ছি: শূন্যতার মধ্যে
তোমার অস্তিত্ব এবং অনস্তিত্ব
লড়াই করছে, বিরতিহীন
আমার স্বপ্নে ও বাস্তবতায়, এভাবেই
সংশয়বাদী শব্দসম্ভারে রচিত হচ্ছে
স্বয়ংক্রিয় অথচ অমীমাংসিত কবিতা
২| ২৫ শে অক্টোবর, ২০১৪ ভোর ৬:৫২
মন ময়ূরী বলেছেন: পাঠে ভাল লাগল।
৩| ২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর হয়েছে।
©somewhere in net ltd.
১| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:০৪
দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগলো। অনেক।
শুভকামনা জানবেন। অনিঃশেষ।