নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভোর থেকে, আলোক্রমে, দুপুর ফুটেছে
আজ যারা
বৃষ্টি নয়, শুধু শুধু বিকেলের মেঘ ভালোবাসে,
তাদের সঙ্গে তো আমি মতলব ভ্রমণে যাবো না!
ফুলের যৌনতা নিয়ে দিনভর সেমিনার
গত হলো বহুযুগ আগে
প্রয়োজন ছিলো; তা্ই কোনওদিন তোমাকে বলিনি:
আমার সত্যকে জেনে চলে যাওয়া সম্ভব কি অসম্ভব
এ পত্র পাঠক তার বিচারক নয়্। তোমার বিচারে
আস্থা রাখা যেতো; সেই আস্থা মাঠে মাঠে
মৃতসব খরগোসের হাসি হয়ে
কোলাহল করে। প্রেম করি, তাই বলে আমি কোনও রাজনীতি
এখনও করি না; জানো কি-না, কীভাবে তা বুঝবো বলো,
তুমি তো বিরহ-প্রেম এক করে গেয়েছো বেদনা!
©somewhere in net ltd.
১| ১৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:০৪
ডি মুন বলেছেন: প্রথম ভালো লাগা +++
তুমি তো বিরহ-প্রেম এক করে গেয়েছো বেদনা!
সুন্দর কবিতা।
কবির প্রতি শুভেচ্ছা রইলো।