নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুরুতর ব্যাপারগুলোকেও
অনেক হালকাভাবে নেওয়া, তার স্বভাব
তার মুখগহ্বরে বাসা বেঁধেছিলো একটা পাখি
মনে হতো, সে নিজেই গেয়ে যাচ্ছে অনর্গল;
আসলে, অস্তিত্বময়তার নামে, সে ছিলো
আশ্চর্য রকমের বিভ্রম।
সে ছিলো গভীর অরণ্যের ঘন সবুজ অন্ধকারে
হারিয়ে যাওয়া এক কূপিবাতি,
ওই আলো লক্ষ্য করে যারা এগিয়ে গিয়েছিলো
তারা দেখতে পেলো বিপুলাকৃতির এক পাথর
অথচ এতাটাই নির্ভার যে
ইচ্ছে করলে, যে কেউ সেটাকে এক হাতে উঁচিয়ে
ছুঁড়ে দিতে পারবে অন্ধকারের চোখে-মুখে-নাকে।
এসব আনন্দের বিষয়,
তার জন্য কোনও শোকগাথার প্রয়োজন নেই।
-------------
জোহরা রহমান, অামার মা
জন্ম: ১৪ এপ্রিল, ১৯২৯
মৃত্যু: ২৫ ডিসেম্বর, ২০০৬
©somewhere in net ltd.