নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহমান হেনরীর কবিতাব্লগ

পোয়েট ট্রি

রহমান হেনরীর কবিতাব্লগ

পোয়েট ট্রি › বিস্তারিত পোস্টঃ

।। ভোর হচ্ছে ।।

০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ৯:০১

অন্ধকার সরে যেতেই জেগে ওঠে কমলালেবু বন
তোমার নিঃশ্বাস ও ফিসফাসের আওয়াজ পাই
আর তোমার মুখ থেকে উড়ে আসে কাগজিলেবুর
এবং কমলালেবুর ঘ্রাণ। আমদের কমলাবনে, বহুদিন
ফুল আসে না; হিন্দুস্তান, পাকিস্তান, এমনকি চীনদেশ
থেকে ছোট-বড় নানা আকৃতির কমলা আসে
আমাদের শিশুদের জন্য, রোগীদের পথ্য হিসেবে
বেশির ভাগই হাসপাতালের দিকে চলে যায়, কয়েক ট্রাক
এয়ারপোর্ট সড়ক ধরে মহাখালি ফ্লাই-ওভার পেরোতেই
হারিয়ে যায় দিগ্বিদিকে; কমলালেবুর সাইজ এবং
সেই ফলের উপভোগ্যতা নিয়ে আমা্দের মনের সংশয়
আজকাল আর কাটতেই চাইছে না। কিন্তু এখন তো
ভোর মানেই কমলা ও কাগজিলেবুর ঘ্রাণ! তুমি
মানেই প্রতিশ্রুতির সামিয়ানা তলে সুদর্শন-ধোঁকাবজি
চিরুণীর দাঁতগুলোর নিচে আটকে থাকা চুল, ঘন
অন্ধকার; অগণিত শিশুস্বপ্নের মর্মান্তিক গণকবর।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ৯:২০

নিলু বলেছেন: ভালো

২| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৭

নেক্সাস বলেছেন: অসাধারণ কবিতা

৩| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
তুমি
মানেই প্রতিশ্রুতির সামিয়ানা তলে সুদর্শন-ধোঁকাবজি


দারুণ, অনেক লাল লেগেছে কবিতা ! ++

৪| ০৩ রা জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৩৪

তুষার কাব্য বলেছেন: ভালো লেগেছে কবিতা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.