নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহমান হেনরীর কবিতাব্লগ

পোয়েট ট্রি

রহমান হেনরীর কবিতাব্লগ

পোয়েট ট্রি › বিস্তারিত পোস্টঃ

।। শিরোনামহীন ।।

২৬ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৫০

এই কবিতার কোনও পঙক্তি কোনও সত্যকেই প্রমাণ করে না; বরং সমস্ত প্রমাণকে অপ্রমাণিত করে তোলে এবং এর প্রতিটি শব্দ তার অর্থের স্থায়িত্বকে চ্যালেঞ্জ করতে করতে এগিয়ে যায় তোমার দিকে। কিংবা এভাবেই রচিত হতে থাকে আমাদের দূরত্ব ও ব্যবধান। যে সফেদ সোফায় গা এলিয়ে দিয়ে তুমি পাঠ করে যাচ্ছো স্মৃতির মৌখিক ইতিহাস, তার রং নিয়ে তোমার চিন্তার ভেতরেই দেখা দিয়েছে সংশয় আর আমি তো বলেই দিয়েছি ছায়ার বর্ণফের ছাড়া আদতে এমন কোনও সত্য নেই যা রঙিন করে তুলতে পারে কোনও বস্তুকে। তোমার আঙুলগুলোর মুখে বেড়ে উঠছে আমারই নখ। আর তুমি, রোববারে প্রার্থনার দিকে না গিয়ে ছেঁটে ফেলছো তার উচ্ছৃঙ্খলতাকে। যদি প্রকৃতই জন্মাতাম আমরা, বিপুল দূরত্বের ভেতর দিয়েও এমন নৈকট্যই থাকতো আমাদের। প্রবাহিত বাতাসের মধ্যে আলুথালু করে দিতাম তোমার চুল এবং চিরুণীর দাঁতগুলোর ভেতরে বসে আমিই সেগুলোকে নিয়ে যেতাম অপূর্ব বিন্যাসের দিকে। ভালোবাসা বেড়ে উঠতো ঘৃণা ও বিরহের মৌল বাগানে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:০৩

নিলু বলেছেন: লিখে যান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.