নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সংস্কৃতির একাল সেকাল আছে, ইতিহাসের নেই। রাজপথের ইতিহাস বলছে, অনাদিকাল থেকেই, এ হলো সেই চলচ্চিত্র, যেখানে উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে। আর বুদো যদি হয় বোবা, তবে তো উদোরই জয়ডঙ্কা! ঘাড় তোমাকে পাততেই হবে, বাছা, কিছুতেই ফস্কাতে পারবে না! তো, ইতিহাস বলছে, বুদোকেও চোপা ঝাড়তে হবে; আর মিছে-সাচা? ওসব পরে দেখা যাবে, আগে তো চোপাটা ঝাড়ো! রাজপথের ইতিহাস এইসব বলছে, আর বলছে: সাপ যদি গুজবেরও হয়, পাঁচ লাখের সমাবেশে একটা ছেড়ে দেয়াই যথেষ্ঠ; প্রমাণ আছে, মাঠ ফাঁকা হয়ে যায়। সংস্কৃতির অতীত ও ভবিষ্যত আছে, অথচ ইতিহাস চলমান। তার ভেতরে গোপন যে গণিত একাকী অংক কষছে, সে কিন্তু ধারাপাতের নবায়ন-সূত্র জানে! ইতিহাস বলছে, প্রকাশ্যগুলোকে গোপনতার অবগুণ্ঠনে মোড়ালেই শিল্পের মাজেজা।
©somewhere in net ltd.