নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কে যেন ঢেকে দিচ্ছিলো কাকে!
ফলে, এই ছায়া;
ছায়ার ভেতরে জোড়া জোড়া ছায়ামূর্তি
এক জোড়া শাদা-ঘুঘুর জন্য
আর্তনাদ করছি, দেহে ও মনে
একই সুরে বাজাচ্ছি এস্রাজ;
কে যেন বুকের মধ্যে লুকিয়ে রেখে
দুষ্প্রাপ্য করেছে ঘুঘু দুটিকে
যতই এগিয়ে যাচ্ছি অরণ্যের দিকে
অরণ্য শুধু সরে সরে যাচ্ছে; অার
টেকো-মাথা দুলিয়ে খিল খিল
হেসে উঠছে সুন্দর একটা বন
এস্রাজ থামছে না, আর্তনাদ বেজেই চলেছে
©somewhere in net ltd.
১| ২৮ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০০
মাঝিবাড়ি বলেছেন: দারুন। লিখে যান