নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকাল হতে না হতেই যখন নেমে আসছে গোধূলি
চলুন, নিখোঁজ সম্রাটের রংধনুর খোঁজে
বেরিয়ে পড়ি আমরা!
যখন পথরুদ্ধ, যাবার ছিলো না কোথাও, আমরা তো
রূপকথার গল্পের মধ্যেই ঢুকে পড়েছিলাম!
সেখানে শুধুই রাজকীয় হাওয়া;
রাজা-রানি, রাজকুমার- রাজকুমারি, সান্ত্রি-সেপাই;
জনতা আছে কি নেই, গল্পের প্রযোজন ছাড়া
জানা যেতো না কিছুই;
অলীক সেই ভূখণ্ডের ভেতর থেকে বেরিয়ে এসে
আজ আবার এক সম্রাটের সন্ধানেই
যাযাবর হবো আমরা;
রূপকথায় সম্রাজ্ঞী প্রশস্তির যত গুঞ্জনই থাকুক
তারা তো চূড়ান্ত বিচারে হিংসুটে
আর বচসাপ্রবণ!
নিরুদ্দিষ্ট রাজার তরবারি হোক কিংবা রংধনু;
অনুসন্ধানে তো যেতেই হবে! দেরি কেন?
চলুন, বেরিয়ে পড়ি!
একুশ শতকের রূপকথায়, প্রজারা যাযাবর হলেও
রাজসন্ধানে সক্রিয় ও উজ্জ্বল। হার এক্সিলেন্সি,
জনতাকে আর আম ভাবা কেন?
©somewhere in net ltd.
১| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৯
মাঝিবাড়ি বলেছেন: ালো লেগেছে। লিখে যান