নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোবা এবং কালা ছিলো তারা
সিংহকেশর বৃক্ষ পোষে যারা
কিন্তু তাদের ধ্বনিসম্মতিতে
উঠেছিলে আকাশ-উঁচু গাছে
এমন কথাই সর্বকানে নাচে
এই কথারই বাজনায়-সংগীতে
নৃতরত জগৎ আত্নহারা
সেই বোবারা, সেই কালারা আজও
আগের মতই তলায় পড়ে থাকে
তবু তুমি আপন সুরেই বাজো
বলো: ওরা আমার পাশেই আছে
সিংহকেশর বৃক্ষচাষী যারা
হঠাৎ যদি তারাই ঝাঁকে ঝাঁকে
সিংহ হয়ে তোমায় হরিণ আঁকে!
©somewhere in net ltd.