নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেই রূপকথার গল্পটি মনে পড়ছে
যেখানে
ভয়ানক এক দৈত্য নূরানী চেহারা নিয়ে
ঢুকে পড়েছিলো শহরে ও গ্রামাঞ্চলের লোকালয়ে
এবং
এই ধারণা জনমনে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলো, যে,
সম্রাট স্বয়ং এক নিষ্ঠুর দৈত্য
রাতের অন্ধকারে স্বরূপে আবির্ভূত হচ্ছে
আর পান করছে একের পর এক প্রজাদের রক্ত
শতাব্দীর পর শতাব্দী রূপকথা ফুরায় না
কেবল বদলে যায়: স্থান কাল পাত্র
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩১
কলমের কালি শেষ বলেছেন: নির্মম সত্য মাখানো কবিতায় ভাললাগা ।+++
©somewhere in net ltd.
১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৭
এম এ কাশেম বলেছেন: তাই তো মনে হয় আজকাল
শুভেচ্ছা কবি।