নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হবে না, হবে না কিছু;
জেনে গেছি যুগলে হবে না। যৌথতায়
আরও বেশি অসম্ভব হবে, যদি হয়__
হবে: একা একা
২.
এই যে আপনাকে দেখছি!
এই দেখা: ধারণাসম্মত;
আপনি মানে: অন্য কেউ,
তিনি হয়তো আপনারই মতো!
৩.
যদি চাও, ইচ্ছামৃত্যু বেছে নিতে পারি__
মৃত্যুর উপায়? তুমিই সরবরাহ দিও!
যদি চাকু হয়, মনে রেখো: চাকুর ধারালো প্রান্ত
আনন্দদায়ক হওয়া চাই!
৪.
আমি বললেই যদি
এখানে নদী বয়ে যায়___
তো, আমি পাথরকে নির্দেশ দিচ্ছি:
হে পাথর, শেকড়ের গান গেয়ে ওঠো!
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২১
পোয়েট ট্রি বলেছেন: অফুরান শুভকামনা...
©somewhere in net ltd.
১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৪
আরণ্যক রাখাল বলেছেন: যদি চাও, ইচ্ছামৃত্যু বেছে নিতে পারি__
মৃত্যুর উপায়? তুমিই সরবরাহ দিও!
যদি চাকু হয়, মনে রেখো: চাকুর ধারালো প্রান্ত
আনন্দদায়ক হওয়া চাই!
অসাধারণ!