নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শ্রাবণেও হাঁটুঅব্দি ধুলাপথে নির্বিকার শুয়ে থাকাই ছিলো
অামার নিয়তি; তারপর বৃষ্টি নেমেছে
দুই মাস বিশ দিন, টানা ঢল
দেহের ওপর দিয়ে বয়ে গেছে ঘোলাস্রোত
কোত্থেকে জোঁকেরা এসেছে, মাছেদের ফিনফিনে পোনা
পথের এপাশ থেকে ভেসে গেছে ওপাশের বিলে
বৃষ্টিতে পচে গেছে চুল ত্বক মগজের ভেতরে মগজ
তবু আজ সাঁতার-অভ্যস্ত হতে সচল রেখেছি
দেহমন; এরই মধে বিলের হতাশা ফুঁড়ে
জেগে উঠছে মাছের উল্লাস, শাপলা ফোটার দিন
নাছোড় ধুলার দিন শেষ হলো। আরেকটু সহিষ্ণুতা শেখো,
ফিরে আসবো জলের স্নিগ্ধতা মাছ প্রস্ফুটিত শাপলা হাতে নিয়ে
©somewhere in net ltd.
১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৬
আহমেদ জী এস বলেছেন: পোয়েট ট্রি ,
বৃষ্টিতে চুল ত্বক মগজের ভেতরে মগজ যদি্ও গেছে পচে, তবুও জেগে উঠুক শাপলা ফোটার দিন ।