নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেহে দেহে মরে যাচ্ছে মন
স্পর্শাঙ্গে স্মৃতি জাগে__
নিসঃঙ্গ রাত্রির তলদেশে
অামার হাতের মুঠো, ঠোঁট, জিহ্বা...
স্মৃতিকাতরতাময়, জেগে ওঠে,
তোমার সমস্ত ছুঁতে চায়__
যে-কোনও মুহূর্তে ফিরে এসো
দেহে দেহে মরে যাচ্ছে মন__
তবু আজ
দেহের জমিনে করো মমতার চাষ!
মমতা-উদ্ভিদশীর্ষে ফুটুক শস্যের ফুল
দুজনেই তাকে ডাকি:
’একবিংশ শতাব্দীর মন’
©somewhere in net ltd.