নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনিচ্ছায় যারা বরণ করছে মৃত্যুকে; আর যারা
মৃতদের মতই নিরুদ্দিষ্ট, ফিরে আসছে না;
তাদের কণ্ঠস্বর বেজে ওঠে লিপিবদ্ধ কবিতার
শাব্দিক নীরবতা ভেদ করে; সঘন, সোচ্চার;
স্বপ্নের ভেতর ভেসে ওঠে তারা, প্রকৃত সত্য
উন্মোচনের জন্য। গভীর রাত্রিতে
দিগন্তের দিকে শোনা যায় তাদের গান,
অস্পষ্ট একটা সুরের ভেতর থেকে ক্রমশ
স্পষ্টতর হয়ে ওঠা ওইসব বাণী
লিখে রাখাই আজকাল কবিতার পক্ষে
সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পবিত্রতম কাজ;
ষড়যন্ত্রের ডিম ফেটে আলো ফুটবে সত্যের
এবং নিহত ও নিখোঁজ মানুষেরা, জ্বলন্ত
মোমবাতির মতো এসে দাঁড়াবে আঙিনায়
©somewhere in net ltd.