নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাতাল হবার পর নিজের পদক্ষেপে নজর রাখা যায় না
যারা বলে, ঠিক বলে না; জ্ঞানীদেরও ভুল হয়__
কটাক্ষে তাকাচ্ছো চারদিকে, হেসে উঠছো খলবলিয়ে
আর ভাবছো: গোটা সমাজ এতোটাই টালমাটাল যে,
মাতাল ভাবছে তোমাকে;
নিজের স্বাভাবিকত্বের ব্যাপারে খুবই সাবধানী তুমি
কিন্তু দ্যাখো, তোমার পা দুটো টলে যাচ্ছে বারবার
মুখে দুর্গন্ধ ছুটছে কি ছুটছে না, খুব বড় কথা নয়__
আরেকটু ঠাণ্ডা মাথায় হাঁটো! সুরায় নয়, নেশা
অন্যকিছুতেও ধরে; লক্ষ রাখো অসংলগ্ন পা দুটোর দিকে!
©somewhere in net ltd.