নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহমান হেনরীর কবিতাব্লগ

পোয়েট ট্রি

রহমান হেনরীর কবিতাব্লগ

পোয়েট ট্রি › বিস্তারিত পোস্টঃ

।। উদ্বাস্তু ।।

০৭ ই মার্চ, ২০১৫ রাত ১০:১৬

দুই হাতলের মাঝখানে বাসা বুনে ফেলা
একটি মাকড়সাকে তাড়াতে পারছে না
এক শিশু; চাইছে না। অপেক্ষা করছে,
সে যেন নিজেই চলে যায়; কোনও প্রাণীকেই
উদ্বাস্ত করে দেয়ার অধিকার নেই আমাদের,
মাসাধিক কেটে যাচ্ছে
সাইকেল চালাতে পারছে না শিশুটি; আর আমার
কেবলই মনে পড়ছে জাতিসংঘের কথা
উদ্বাস্তু পুনর্বাসনে, তাদের কর্মসুচি রয়েছে;
ভেবে দেখলাম: নিরাপত্তা পরিষদ তাদেরই।
ওই পরিষদের কিছু কিছু সিদ্ধান্তই, দেশে দেশে
কোটি মানুষের উদ্বাস্তু হয়ে যাবার কারণ...

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৫ সকাল ৮:৩৯

হাবিব কবি বলেছেন: কিছু কবিতার বাংলা অনুবাদ করে দেওয়ার জন্য অনুরোধ রইল।


http://www.somewhereinblog.net/blog/habibpoet/29796215

১০ ই মার্চ, ২০১৫ দুপুর ১:১৩

পোয়েট ট্রি বলেছেন: কোন কোন কবিতা?
তালিকা পেলে করে ফেলবো অনুবাদ।

২| ২৪ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৫৬

হাবিব কবি বলেছেন: ১.ভার্জিলের মহাকাব্য 'এনেইদ' থেকে আপনার পছন্দের এক পৃষ্টা প্রায়।

২. দান্তের মহাকাব্য 'দি ডিভাইন কমেডি' থেকে আপনার পছন্দের এক পৃষ্টা প্রায়।

৩.পার্সী বীশি শেলীর 'পশ্চিমা বাতাস'।

৪. এলিয়ট এর 'দ্য ওয়েইস্ট ল্যান্ড’।

৫. কোলরিজ এর 'দ্য রাইম অফ দ্য অ্যান্সিয়েন্ট ম্যারিনার' ।

৬. নাজিম হিকমত এর 'দা এপিক অব শেখ বদরুদ্দিন' ।

৭. জন কিটস এর 'ওডস অন দা গ্রেশান'।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.