নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মধ্যমাঠেই সন্ধ্যা নেমে এলো
সামনে আছে গভীর কালো বন
এমন সবুজ রাতের আলোড়ন
এক রাতে কি বন পেরোনো যায়?
মধ্যবনেই আবার জাগে আলো
পাতায় পাতায় রৌদ্র বেড়ে ওঠে
নতুন পাখির রহস্যসয় ঠোঁটে
ভিন্ন গানের শব্দ শোনা গেলো
কোথায় কখন গিয়েছিলাম সরে
কেউ জানে না স্পষ্ট এবং ভালো
হাতের মুঠোয় রাত্রিগুলোর আলো
জব্দ করে ফিরবো আবার কবে
জানতে হবে, জানতে হবে ভেবেও
সম্রাটেরা ব্যস্ত আরেক দিকে
দিন তো এখন গোধূলিময়, ফিকে
সামনে হঠাৎ রাত্রি এলোমেলো
হয়তো আলো-সরোবরের ঢেউয়ে
বর্ণগুলো বর্ণমালা হবে!
©somewhere in net ltd.