নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিসরের একঘেঁয়েমীতে হাঁফিয়ে উঠেছিলাম
ঝাঁপ দিয়েছিলাম স্বাধীনতার দিকে
এখন ছুটে চলেছি সমর্পণের পথে
এক চিলতেও কাপড় নেই শরীরে, পায়ে
স্যান্ডেল বা জুতার বালাই নেই;
পাহাড় সমতল বনভূমি সমুদ্র পেরিয়ে
ছুটে যাচ্ছি তোমার দিকে। জানি,
কোথাও না কোথাও, অচেনা ভূখণ্ডে
দাঁড়িয়ে আছো তুমি, আমার জন্য অপেক্ষায় আছো
বেহেস্ত থেকে বিতাড়িত নই, দোজখও
আমাদের জন্য গণনা করবে দিন
নিশ্চিত আমি; নতুন আরেক আরাফাত
চিহ্নিত করবো আমরা, বেহেস্ত ও দোজখের করিডোরে
১১ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৩৯
পোয়েট ট্রি বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা...
২| ১১ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৩৬
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার কবিতা।+++
©somewhere in net ltd.
১| ১১ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:২৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +