নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ রাতের শেষ প্রহরে / আদ্রিয়ান হেনরি
===============
আজ রাতের শেষ প্রহরে
সুপার মার্কেটগুলো সকল পণ্যে তিনভাগ মূল্য ছাড়ের বিজ্ঞাপন দেবে
সুখি পরিবারের শিশুদের পাঠিয়ে দেয়া হবে এমন বাড়িতে
যেখানে হাতিরা মানুষ নিয়ে কৌতুক শোনায় পরস্পরকে
আমেরিকা রাশিয়ায় শান্তি ঘোষণা করবে
প্রথম মহাযুদ্ধের সিপাহশালার রাজপথে পপিফুল বেচবে ১১ নভেম্বরে
শরতের প্রথম ড্যাফোডিল প্রস্ফুটিত হবে
যখন বৃক্ষান্তরে সকল পাতা উড়ে উঠবে আসমানের দিকে
আজ রাতের শেষ প্রহরে
পায়রাগুলো নগরীর পেছনে শিকার করবে বিড়ালদের
হিটলার আমাদেরকে লড়তে বলবে সৈকতে সৈকতে আর সমতলে
লিভারপুলের তলদেশ নির্মিত হবে জলপূর্ণ টানেল
উলটনের আকাশে দলবদ্ধ শুকুরদের উড়তে দেখা যাবে
নেলসনকে শুধু তার চোখই নয় হাতও ফেরৎ দেয়া হবে
সম-অধিকারের দাবীতে শ্বেত মার্কিনীরা বিক্ষোভ করবে
কৃষ্ণভবনের সামনে
আর সেই দৈত্য মাত্রই সৃজন করেছে ডক্টর ফ্রাঙ্কেনস্টাইনকে
বিকিনি-পরা বালিকারা জ্যোৎস্নাস্নান করছে
পল্লীগীতি গাইছে প্রকৃত পল্লীবাসী
একুশোর্ধ মানুষের জন্য বন্ধ করা হলো চিত্রশালাগুলোকে
শীর্ষ ২০-এ কবিরা পাচ্ছে নিজ নিজ কবিতার দেখা
সবার জন্য চাকরি আছে কিন্তু কেউ সেগুলো চাইছে না
ছায়াঘেরা প্রান্তরগুলোয় সর্বত্রই তরুণ জুটিগুলো চুমোচুমি করছে প্রকাশ্য দিবালোকে
বিস্মৃত গোরস্তানের সর্বত্রই মৃতেরা নীরবে সমাহিত করবে জীবিতদের
আর
তুমি যে আমাকে ভালোবাসে সেই কথা বলবে
আজ রাতের শেষ প্রহরে
২| ১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৪৯
এ.এম.েমারেশদ বলেছেন: Khoub shoundor
৩| ১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৫৩
জাহাঙ্গীর.আলম বলেছেন:
ভাল লাগলো ৷
৪| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ১০:৫৪
হাইপারসনিক বলেছেন: "বিকিনি-পরা বালিকারা জ্যোৎস্নাস্নান করছে
পল্লীগীতি গাইছে প্রকৃত পল্লীবাসী
একুশোর্ধ মানুষের জন্য বন্ধ করা হলো
চিত্রশালাগুলোকে"
এই জায়গাটা আমার কাছে ওয়ান অব দ্যা টাচ পয়েন্ট মনে হয়ছে
ধন্যবাদ!
৫| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ১১:০২
মনিরা সুলতানা বলেছেন: ভাল লাগলো বাংলায়ন
চমৎকার অনুবাদ ...
৬| ১৭ ই মার্চ, ২০১৫ রাত ১১:৪৯
শাহরীয়ার সুজন বলেছেন: বেশ ভালো লাগলো।
৭| ১৮ ই মার্চ, ২০১৫ সকাল ৯:২৩
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
দারুণ++
৮| ১৮ ই মার্চ, ২০১৫ সকাল ৯:২৮
শতদ্রু একটি নদী... বলেছেন: ++
©somewhere in net ltd.
১| ১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:১০
ডি মুন বলেছেন: এক কবিতায় কতকিছু নিয়ে আসলেন।
দারুণ
কবির প্রতি শুভকামনা।