নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি না থাকলে ।। আদ্রিয়ান হেনরি
----------------
তুমি না থাকলে প্রতিটি সকাল ছুটির পরদিন অফিসে যাবার মতো বিরক্তিকর হয়ে উঠতো;
তুমি না থাকলে ইস্ট ল্যাঙ্কস রোডের ঘ্রাণ পেতাম না আমি;
তুমি না থাকলে কঙ্কাল-নাবিকেরা ভূতুরে ফেরিতে লোক পারাপার করতো;
তুমি না থাকলে হয়তো সুখি হতাম আর উপার্জন করতাম আরও বেশি টাকা ও সময় এবং সেগুলো দিয়ে কিছুই করার থাকতো না আমার;
তুমি না থাকলে এখনও না-লেখা কবিতাগুলো, বাদামি কাগজে মুড়িয়ে,
ফেলে রেখে আসতাম অন্যদের দুয়ারে;
তুমি না থাকলে ঢালার জন্য সসের বোতলগুলোতে কোনও সস থাকতো না;
তুমি না থাকলে দোকানের জানালায় রাখা প্লাস্টিক ফুলগুলো হয়ে উঠতো
কেবলই দোকানের জানালায় রাখা প্লাস্টিকের ফুল;
তুমি না থাকলে বিধ্বস্ত ট্রেনের ধ্বংসাবশেষের ওপর বিষণ্নতায় কাটিয়ে দিতাম আমার গ্রীষ্মকালগুলো;
তুমি না থাকলে শাদা পাখিগুলো আমার পেইন্টিং থেকে বিচ্ছিন্ন হয়ে রাত্রিময় রক্তবিন্দু ঝরাতে ঝরাতে উড়ে চলে যেতো;
তুমি না থাকলে কাঁচা আপেলগুলো কাঁচাতর স্বাদ দিতো না;
তুমি না থাকলে চা-নাস্তার পর শিশুদের খেলতে পাঠাতো না মায়েরা;
তুমি না থাকলে জগতের প্রত্যেক শিল্পী বিষণ্নতার সুর ভাঁজতে ভুলে যেতো;
তুমি না থাকলে সরকারি ভবনগুলো আবারও সরকারি হয়ে উঠতো;
তুমি না থাকলে সানডে টাইমসের রঙিন ক্রোড়পত্র শাদা-কালোয় মুদ্রিত হতো;
তুমি না থাকলে অভিন্ন কর্ণেলগণ কাঁধ ঝাঁকাতো আর চাপ দিতো বোতামে;
তুমি না থাকলে পিকাডেলি বাগানের ফুলগুলো ওরা বদলিয়ে দিতো না;
তুমি না থাকলে ক্লার্ক কেন্ট ভুলে যেতো কীভাবে হতে হয় সুপারম্যান;
তুমি না থাকলে ভোরের নাস্তায় পাঁপড় ছাড়া কিছু জুটতো না;
তুমি না থাকলে রং-জাদু বইয়ে কোনও রং ফুটে উঠতো না;
তুমি না থাকলে পোড়োবাড়িতে পথ-গায়কেরা গাইতো মাহলারের অষ্টম রাগিনী;
তুমি না থাকলে পোটাটো চিপসের প্রতিটি প্যাকেটে লবণ মেশাতে ভুলে যেতো ওরা;
তুমি না থাকলে মরিচের গুঁড়ো রাখা ২০০ পাউন্ড অর্থদণ্ড আর দুই মাসের কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হতো;
তুমি না থাকলে দাঙ্গা পুলিশ পার্শ্বসড়কে শান্ত পথচারিদের লাঠিপেটা করতো;
তুমি না থাকলে সবগুলো একমুখি সড়ক বহুমুখি হয়ে উঠতো;
তুমি না থাকলে কেউ শুভরাত্রির চুম্বন দিতো না, পায়ে পা বাধিয়ে ঝগড়া করতো;
তুমি না থাকলে মঙ্গলগ্রহ ফেরৎ প্রথম যানটি অবতরণ না করে আবারও ফিরে চলে যেতো;
তুমি না থাকলে হাওয়া বদলাতে ভুলে যেতো ঋতুগুলো;
তুমি না থাকলে অন্ধ লোকেরা দুর্ভাগ্যের তাবিজ বেচতো;
তুমি না থাকলে কোথাও কোনও
ভূনিসর্গ থাকতো না/ রেল স্টেশন থাকতো না/ ঘর-বাড়ি থাকতো না
পোটাটো চিপসের দোকান থাকতো না/ শান্ত গ্রামগুলো থাকতো না/ সৈকতে সৈকতে শঙ্খচিল থাকতো না/ কিত কিত খেলার ছক থাকতো না ফুটপাতে
রাত থাকতো না/ দিন থাকতো না
কোথাও কোনও শহর থাকতো না, দেশ থাকতো না
তুমি না থাকলে
__________________
বাঙলায়ন: রহমান হেনরী
পেইন্টিং : আদ্রিয়ান হেনরি
©somewhere in net ltd.