নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লড়াইটা কঠিন আর নির্মম
লড়াইটা মহাকাব্যিক, ওরা যেমনটি বলে।
ঝরে যাচ্ছি। আমার জায়গায় অন্যকেউ আসবে-
কেন উচ্চারিত হবে একক নাম?
ফায়ারিং স্কোয়াড়ের পর- কীটেরা দখল করবে আমাকে।
এভাবেই ফুরিয়ে যাবে এককের যুক্তি।
কিন্তু চূড়ান্ত ঝড়ের দিনে আমরা তোমাদের পাশেই থাকবে,
অামার দেশবাসী, কেননা এতোটাই ভালোবেসেছিলাম তোমাদেরকে।
______________
* নিকোলা ভাকারভ: বুলগেরিয়ার অন্যতম প্রধান বিপ্লবী কবি। ১৯৪২ সালে মৃত্যুদণ্ড কার্যকর হবার কয়েক ঘণ্টা আগের লেখা কবিতা।
২| ২৪ শে মার্চ, ২০১৫ রাত ১০:৫৬
জেন রসি বলেছেন: ফায়ারিং স্কোয়াড়ের পর- কীটেরা দখল করবে আমাকে।
এভাবেই ফুরিয়ে যাবে এককের যুক্তি।
চমৎকার।
নিকোলা ভাকারভ এর কবিতা পড়া হয়নি।
আগ্রহ সৃষ্টি করার জন্য ধন্যবাদ।
৩| ২৫ শে মার্চ, ২০১৫ রাত ১২:২১
জাহাঙ্গীর.আলম বলেছেন:
ধন্যবাদ +
©somewhere in net ltd.
১| ২৪ শে মার্চ, ২০১৫ রাত ১০:৩৯
শতদ্রু একটি নদী... বলেছেন: ভাল্লাগছে। ++