নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেই সন্ধ্যায় ওখানেই দেখেছিলাম তাকে
ওখানে, ২১৭ কিলোমিটার দূরের এক বারান্দায়
দাঁড়িয়ে আছে; হাসছে। তার হাসি, দৃষ্টিজ্যোতি
চুলের ঘূর্ণিঝড় অস্থির করে তুলেছিলো আমাকে।
দূর থেকে দেখেছিলাম, চোখ রেখেছিলাম চোখে
আর বুঝে ফেলেছিলাম: পাবো না তাকে
কেননা, সে ছিলো সুদূরের রাজহংসী
সমগ্র জীবনের পক্ষে ধরাছোঁয়ার বাইরে।
অথচ ১৪,০৫০ কিলোমিটার দূরের এক শহর
আবারও দৃষ্টিগোচর হচ্ছে, ক্রমশ এগিয়ে আসছে
দূরত্বহীনতার পথে। অস্পষ্টতার ভেতর থেকে
জ্যোতিক্রমে ফুটে উঠছে বিস্মৃত সেই মুখচ্ছবি
©somewhere in net ltd.